রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে রাবি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত তফসিল বিবরণীতে বলা হয়, নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে ৩১ জুলাই, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৬ আগস্ট, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা যাবে ৭ আগস্ট, ভোটার তালিকায় নিষ্পত্তি ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট।
তফসিল বিবরণীতে আরও জানানো হয়, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২১, ২৪ ও ২৫ আগস্ট; মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর।
প্রকাশিত তফসিলে বলা হয়, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পর নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘নির্বাচনে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আমরা ইতিমধ্যে ছাত্র রাজনৈতিক ও সংগঠনগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলেই আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নির্বাচন–সম্পর্কিত যেকোনো বিষয়ে সাংবাদিকসহ সব অংশীজনের কাছে অনুরোধ থাকবে, আপনারা পর্যবেক্ষণ করবেন। আমরা আপনাদের পর্যবেক্ষণকে মূল্যায়ন করে নির্বাচন আয়োজন করতে যেকোনো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব।’