আগস্টে শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেরিক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বলেন, আগস্ট মাসের শুরু থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত।
জাতীয় নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি করা হবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময়ে বদলি হচ্ছে। নির্বাচনের আগে বদলি হলে সেটাও আপনারা দেখতে পারবেন।
চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান প্রসঙ্গে জানতে চাইল উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যতবড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। তিনি প্রশ্ন করে বলেন, গুলশানে চাঁদাবাজিতে কী ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।
মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে।