Logo
Logo
×

সংবাদ

সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না: নাহিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ–অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যারা নির্বাচন নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ আরও বলেন, সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ–অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচারব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।  

নাহিদ বলেন, আমাদের জাতীয় সংসদটাকে দুভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না। সরকারে যারা থাকবেন, তাঁদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ এখনো ঐকমত্য হয়নি। যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন