Logo
Logo
×

সংবাদ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ভেঙে পড়ার ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ভেঙে পড়ার ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় ভেঙে পড়ার ঘটনায় দগ্ধ আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার গভীর রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাহিল ফারাবি আয়ান নামের ১৪ বছর বয়সী এই কিশোর।

তার মৃত্যুর মধ্য দিয়ে দুর্ঘটনাটিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এই ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী দগ্ধ হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩৪ জন এবং আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন অন্তত ৪৮ জন।

সাহিলের মৃত্যু সেই তালিকায় আরেকটি অকালপ্রয়াণ যোগ করল। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার জীবন বাঁচানোর সব চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন