Logo
Logo
×

সংবাদ

মাইলস্টোন : আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম

মাইলস্টোন : আরও ২ জনের মৃত্যু

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই ঘণ্টার ব্যবধানে তাঁদের মৃত্যু হয়।

নিহতদের একজন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান। তার বয়স ছিল ১৩ বছর। সকালে প্রায় ৯টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। জারিফ তার বাবা হাবিবুর রহমান ও পরিবারের সঙ্গে উত্তরায় বসবাস করত। তাঁদের গ্রামের বাড়ি রাজবাড়ীতে।

এর কিছুক্ষণ পর, সকাল ১১টার আগেই, মারা যান স্কুলের এক নারী কর্মচারী মাসুমা বেগম। তাঁর বয়স ছিল ৩৮ বছর। তিনি ভোলা জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে উত্তরায় বসবাস করতেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, জারিফের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল, আর মাসুমা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁদের শারীরিক অবস্থা শুরু থেকেই ছিল সংকটাপন্ন।

এ নিয়ে যুদ্ধবিমান দুর্ঘটনায় শুধু এই ইনস্টিটিউটেই মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। আর পুরো ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।

এদিকে আজও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশপাশে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুর্ঘটনাস্থলের ক্ষতবিক্ষত ভবন দেখতে ভিড় করেছেন অনেকেই।

প্রসঙ্গত, গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়ে, এবং অনেক শিক্ষার্থী ও কর্মচারী এতে দগ্ধ হন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের অধিকাংশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে স্কুলশিক্ষার্থী ও কর্মচারী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও পথচারী ছিলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন