Logo
Logo
×

সংবাদ

এনসিপির পদযাত্রা উপলক্ষে স্কুল বন্ধের নোটিশ

নিজেদের দেওয়া নোটিশকেই ভুয়া বললো স্কুল কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৪২ এএম

নিজেদের দেওয়া নোটিশকেই ভুয়া বললো স্কুল কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে আসা পুলিশ ফোর্সের থাকার কারণে দুদিন বিদ্যালয় বন্ধের নোটিশ দিয়েছিল নেত্রকোনার পুলিশ লাইনস্ স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ফেসবুকে পেজে দেওয়া হয়েছিল নোটিশটি। কিন্তু সমালোচনার মুখে নিজেদের দেওয়া সেই নোটিশকে এখন ভুয়া বলছে স্কুলটির কর্তৃপক্ষ। এর জন্য প্রতিবাদলিপিও দিয়েছে কর্তৃপক্ষ। যদিও ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, ওই নোটিশটি স্কুল কর্তৃপক্ষই দিয়েছিল। 


শুক্রবার (২৫ জুলাই) রাতে রিউমর স্ক্যানারের ভেরিফায়েড ফেসবুকে বলা হয়, নিজেদের দেওয়া নোটিশকেই মূলত ভুয়া বলে দাবি করে প্রতিবাদলিপি দিয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ। তাছাড়া যে নোটিশকে ভুয়া বলে দাবি করা হচ্ছে সেটিতে থাকা স্বাক্ষরটিই আসল ছিল এবং প্রতিবাদলিপিতে ভিন্ন স্বাক্ষর দেওয়া হয়েছে। 

আসল ও ভুয়া নোটিশ দুটি পাশাপাশি সেঁটে দিয়ে রিউমর স্ক্যানার বলছে, প্রকৃতপক্ষে, নেত্রকোনায় এনসিপির পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণার নোটিশটি ভুয়া নয় বরং নোটিশটি আসল। রিউমর স্ক্যানার টিম স্কুলের নোটিশ সংক্রান্ত পোস্টের স্ক্রিনশটগুলো মূল সোর্স থেকে সংগ্রহ করে মেটাডাটা যাচাই করে দেখেছে এবং আগের নোটিশটিও স্কুলের পেজ থেকেই দেওয়া হয়েছিল বলে নিশ্চিত হয়েছে। 

এর আগে নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলের পেজে দেওয়া নোটিশে বলা হয়—‘এতদ্বারা পুলিশ লাইনস্ স্কুলের সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকদের জানানো যাইতেছে যে, আগামী ২৭/০৭/২৫ তারিখ রবিবার এনসিপি নেত্রকোণায় পদযাত্রা উপলক্ষে নেত্রকোণায় আগত পুলিশ ফোর্স অত্র বিদ্যালয়ে অবস্থান করিবে। সেহেতু ২৭/০৭/২৫ তারিখ রবিবার হইতে ২৮/০৭/২৫ তারিখ সোমবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে। ২৯/০৭/২৫ তারিখ মঙ্গলবার হইতে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলিবে। প্রত্যেক ক্লাসের বাকি পরীক্ষাগুলো উল্লেখিত তারিখে অনুষ্ঠিত হইবে।

বিশেষ :-

১) ২৭/০৭/২৫ তারিখ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯/০৭/২৫ তারিখ।

২) ২২/২৭/২৫ তারিখ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০/০৭/২৫ তারিখ। ’

২৪ জুলাই দেওয়া নোটিশে স্কুলটির প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেকের স্বাক্ষর ছিল। 

তবে আজ শুক্রবার (২৫ জুলাই) দেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়, ‘এতদ্বারা পুলিশ লাইনস্ স্কুল, নেত্রকোণা এর সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, এনসিপি নেত্রকোণা আগমন উপলক্ষে ২৭ ও ২৮ জুলাই স্কুল বন্ধ থাকিবে এ ধর‌নের একটি বিভ্রান্তিমূলক নোটিশ একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে, ইহা স্কুলের বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে ইহা সঠিক নয়, আগামী ২৭ ও ২৮ জুলাই রবিবার যথারীতি বিদ্যালয়ের ক্লাসও পরীক্ষা চলবে। ’


প্রতিবাদলিপিটি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেকের নামে হলেও  নোটিশের সঙ্গে প্রতিবাদলিপির স্বাক্ষরের কোনো মিল নেই। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, প্রথম স্বাক্ষরটিই বরং প্রধান শিক্ষক আব্দুল মালেকের প্রকৃত স্বাক্ষর। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন