Logo
Logo
×

সংবাদ

এবার মাইলস্টোন কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানাল, বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম

এবার মাইলস্টোন কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানাল, বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০

ছবি: সংগৃহীত

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি জানিয়ে বিবৃতি দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (২৫ জুলাই) দেওয়া ওই বিবৃতিতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী অভিভাবকের জন্য অপেক্ষা করছিল।

বিবৃতিতে বলা হয়, আনুমানিক বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য স্বল্পসংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছিল।

বিবৃতি অনুয়ায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে স্কুল শাখার ২৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৪ জন অভিভাবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে ৩৯ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ২ জন আয়া, একজন অভিভাবক ও একজন পিয়ন রয়েছেন। হতাহতের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনায় নিহত ও হতাহতের মোট সংখ্যা তুলে ধরেছে আইএসপিআর, স্বাস্থ্য অধিদপ্তর, প্রধান উপদেষ্টার প্রেস উইং-ও। প্রেস উইং এর তথ্য অুনযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন