Logo
Logo
×

সংবাদ

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই ছাড়াও একজন এএসআই ও দুইজন কনস্টেবল রয়েছেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সেই সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটা দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে পাঁচ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান তিনি। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ করেন আহমাদ ওয়াদুদ।

এ ব্যাপারে আহমাদ ওয়াদুদ ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে ঘটনার বিবরণ তুলে ধরেন। যা অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছড়াতে থাকে। ওই ঘটনায় আজ সকাল থেকে তৎপরতা শুরু করে পুলিশ। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন