মাইলস্টোনের আয়মান নামে চতুর্থ শ্রেণির আরেক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আয়মান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউটের নারী হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) তার মৃত্যু হয়। মৃত্যুর সময় আয়মানের বয়স ছিল ১০ বছর।
এ পর্যন্ত এই ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়মানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আহত অবস্থায় তাকে এইচডিইউতে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ জনের।