Logo
Logo
×

সংবাদ

নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে সরকার নতুন একটি পে কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। সারাদেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

গত দুই বছরেরও বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের বাস্তব আয় কমে গেছে। এই প্রেক্ষাপটে কর্মীদের আর্থিক সক্ষমতা পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নতুন এই পে কমিশন সেই লক্ষ্যেই গঠন করা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন