
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বৃহস্পতিবার সকালে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, সাবেক এই বিচারপতির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো একটির ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিচারপতি খায়রুল হক ছিলেন দেশের ১৯তম প্রধান বিচারপতি। তিনি ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দায়িত্ব পান এবং ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন। তাঁর সময়ে আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ঐতিহাসিক রায় দেওয়া হয়, যা পরবর্তীকালে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে।
২০১৩ সালে তাঁকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি টানা এক দশকের মতো সময় ধরে ওই পদে বহাল ছিলেন। ২০২৩ সালের ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।
তাঁর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় জালিয়াতির মাধ্যমে রায় দেওয়ার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির স্থানীয় নেতা আবদুল বারী ভূঁইয়া। মামলায় উল্লেখ করা হয়, খায়রুল হকের কিছু রায় সরাসরি সংবিধান ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।
অবসরের আগে বিচারপতি খায়রুল হক কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করেন। তাঁর রায়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী, ঢাকার চার নদী রক্ষা এবং ফতোয়া অবৈধ ঘোষণার মতো আলোচিত রায় রয়েছে।
বর্তমানে তাঁর আটকের পর আইনি প্রক্রিয়া ও মামলার অগ্রগতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। ডিবি বলেছে, সব কিছু বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।