
পুরোনো ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে ভারত থেকে আসা একটি বিশেষায়িত মেডিকেল টিম।
আজ বুধবার (২৩ জুলাই) রাতে চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত এ দলটি ঢাকায় পৌঁছায়। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস বিষয়টি জানিয়েছে।
দূতাবাস থেকে এক বার্তায় বলা হয়, ঢাকায় পৌঁছানো ভারতীয় বিশেষায়িত চিকিৎসক দলটিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা রয়েছেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসায় ভারতের শীর্ষ দুই হাসপাতাল হলো রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতাল।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, মাইলস্টোনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট ৩২ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।