Logo
Logo
×

সংবাদ

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

স্থগিত হওয়া এইচএসসির পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যার কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। আর গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জেলার এ দিনের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিকও পেছানো হয়েছে। এতে বলা হয়েছে, ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এটি চলবে।

এর আগে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানান, স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এ পরীক্ষা একই দিনে সকাল-বিকেল নেওয়া হবে। এরমধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, স্থগিত হওয়া দুই পরীক্ষা কবে হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন