‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪৬ পিএম
-687fce6547f2b.jpg)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেছেন, ‘ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলেছেন প্রধান উপদেষ্টা।’
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অংশগ্রহণকারী চারটি দল হলো—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গাজী আতাউর রহমান বলেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনাবলির পেছনে ফ্যাসিবাদী শক্তির চালানো অপপ্রচার ও বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র জোরালো হয়েছে।’
আতাউর বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে সমালোচনা ও প্রচারণা চালিয়ে থাকে, যা স্বাভাবিক। তবে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় শক্তি সঞ্চয় করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার কথা সবাই স্বীকার করেছে।’
সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীন থাকার বিষয়টি উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, অতীতে এমন অবস্থা দেখা যেত না, কিন্তু বর্তমানে একাধিকবার সচিবালয় অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। তিনি প্রশ্ন তোলেন, এ ক্ষেত্রে গোয়েন্দা এবং প্রশাসনিক ব্যর্থতা রয়েছে কিনা, যার জন্য সরকারকে তদন্ত করতে হবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘শুধু আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা নয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে অন্য রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে গোয়েন্দা ও প্রশাসনিক ব্যর্থতা দেখা গেছে, যা অন্য জেলাগুলোতেও ঘটার আশঙ্কা রয়েছে। এজন্য প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
অতীতে সরকারের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি দল হিসেবে সব সময় সরকারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান এ বৈঠকে উপস্থিত ছিলেন।