
ছবি: সংগৃহীত
রাজধানীর শেওড়াপাড়ায় শামীম সরণি এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পশ্চিম পাশে শামীম সরণিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ওই ভবনটির পাশে একটি মার্কেট রয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।