বিমান দুর্ঘটনাকে ঘিরে ‘আ. লীগের ষড়যন্ত্রকারীদের’ প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের

ইউএনবি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভিতরের কিছু ষড়যন্ত্রকারী সোমবারের যুদ্ধবিমান দুর্ঘটনাকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি) ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. তাহের সতর্ক করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা দিয়ে এ ধরণের যেকোনো প্রচেষ্টার প্রতিহত করা হবে।
জামায়াতের এই নেতা বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, সেসব অপকর্মের কথা উল্লেখ না করে আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরাজিত ও বিতাড়িত অশুভ শক্তির বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, সোমবার একটি যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনার কারণে জাতি শোকাহত, তবে কিছু দুষ্ট মহল এই শোকের সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
ডা. তাহের বলেন, মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে এবং আবার সচিবালয়ে অস্থিরতা দেখা গেছে। তিনি বলেন, ‘পুরো জাতি তাদের (শোকসন্তপ্ত পরিবারগুলোর) পাশে দাঁড়িয়েছে। তবে শোনা যাচ্ছে যে, আওয়ামী লীগের কিছু স্বার্থান্বেষী মহল পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করছে, যদিও আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই।’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি তারা (আওয়ামী লীগ) অরাজকতা সৃষ্টি করতে শুরু করে—তাহলে আমরা, অন্য সকলকে সঙ্গে নিয়ে অতীতের মতো জুলাই-আগস্টের (গণঅভ্যুত্থান) চেতনায় তাদের প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
জামায়াত নেতা বলেন, তারা জেট দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, জামায়াত আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ডা. তাহের বলেন, জামায়াতের আমিরসহ শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যে আহতদের দেখতে গেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।