Logo
Logo
×

সংবাদ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আবার মাইলস্টোনে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আবার মাইলস্টোনে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

রাজধানীর উত্তরাযর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানে যাওয়া দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনো কাটেনি। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ থেকে বের হতে পারলেও ফের কলেজ গেটে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়ি বেরোতে পারেনি। বাধ্য হয়ে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।

আজ মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন কলেজে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায়, আজ যখন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন, তখন তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় তাদের বের করে আনার চেষ্টা করা হলেও, কলেজ গেট পার হওয়ার আগেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ী গোল চত্বরে আবারো রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং উপদেষ্টাদের গতিরোধ করে। শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন