Logo
Logo
×

সংবাদ

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় জেলা শহর ত্যাগ করেছেন। আজ বুধবার বিকেল ৫টার পর দলটির ১৫-১৬টি গাড়ির বহর নিরাপত্তা বলয়ের মধ্যে গোপালগঞ্জ ছাড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন। তিনি জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা গোপালগঞ্জ ত্যাগ করেছি। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে জেলা ছাড়তে পেরেছি।

বহরে থাকা এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। 

এর আগে তারা সবাই পুলিশ সুপারের কার্যালয় থেকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় বের হয়ে যান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন