Logo
Logo
×

সংবাদ

‘চোরাই তারের’ ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্বে খুন হন সোহাগ: ডিএমপি

Icon

ইউএনবি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম

‘চোরাই তারের’ ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্বে খুন হন সোহাগ: ডিএমপি

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে সরাসরি জড়িতসহ এখন পর্যন্ত মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন। এই হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলেও ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে বুধবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারোয়ার ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মাহবুব ও মহিনকে গ্রেপ্তার করেন। পরে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। এর ফলে এ মামলার মোট ৯ জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।’

এই মামলায় সবশেষ গতরাতে পটুয়াখালী থেকে এক যুবক গ্রেপ্তার হন। সে সময় এমনকি আজ (বুধবার) সকালেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনো চলমান থাকায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না।

তবে ওই ব্যক্তিই যে সোহাগের নিথর দেহের ওপর পাথর‌ নিক্ষেপকারী, সকালে ডিএমপির এক সূত্র তা ইউএনবিকে নিশ্চিত করে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সোহাগকে পাথর ছুঁড়ে আঘাতকারী ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে তখন তার নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তাকে শনাক্ত করে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।’

শেখ সাজ্জাত আলী জানান, ওই ব্যক্তির নাম রেজওয়ান উদ্দিন অভি। তার বাবার নাম মনোরঞ্জন বসু ও মায়ের নাম বিউটি দেব মিলা। তিনি একজন ধর্মান্তরিত মুসলিম।

হত্যাকাণ্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। যেকোনো নাগরিক কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা হতেই পারেন। কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক পাওয়া যায়নি।’

এই হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত নারকীয়’ আখ্যা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এতে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘সোহাগ আগের সরকারের আমলে হাজী সেলিমের ভাতিজা পিল্লু কমিশনারের ছত্রচ্ছায়ায় পল্লী বিদ্যুতের চোরাই অ্যালুমিনিয়ামের তারের ব্যবসা করতেন। বিভিন্ন ফ্যাক্টরিতে তারা চোরাই তার বিক্রি করতেন, যেখানে অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল বিক্রি করা হয়ে থাকে। গত ১৭ বছর ধরে সোহাগ এই কাজ করে আসছিলেন। তবে ৫ আগস্টের পর তিনি ভোল পাল্টে এদিকে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘তবে এরই মধ্যে আরেকটা গ্রুপ এই ব্যবসায় জড়িয়ে গেছে। তখন ব্যবসায়িক বিভেদ তৈরি হয়। তারা একই এলাকার ও পূর্বপরিচিত ছিলেন। ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই সোহাগ খুন হন।’

আরও একটি প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করা, সরকারকে বেকায়দায় ফেলানো কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সোহাগ হত্যাকাণ্ড ঘটেনি। পুলিশ তদন্তে এরকম কিছু পায়নি। এটি ছিল ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে।’

গত ৯ জুলাই বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে নির্মমভাবে খুন হন ভাঙারি ব্যবসায়ী সোহাগ। প্রত্যক্ষদর্শীদের সামনে তাকে কংক্রিটের বড় বোল্ডার দিয়ে মাথা ও শরীরে বারবার আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার পরদিন সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা হয়। পাশাপাশি নৃশংস এই হত্যাকাণ্ডের পরপরই তদন্ত জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে একের পর এক আসামি ধরা পড়ছে। দ্রুত সময়ের মধ্যেই বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন