নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন আসিফ মাহমুদের: ‘নৌকা প্রতীক রাখা কাদের জন্য?’

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রতীক সংরক্ষণ ও নির্বাচনী বিধিমালা সংশোধনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা একটি দলের প্রতীক কীভাবে সংরক্ষিত প্রতীকের তালিকায় থেকে গেল, তা পরিষ্কার নয়।
মঙ্গলবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নৌকা প্রতীকটিকে আবার নির্বাচনী শিডিউলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন মন্ত্রণালয়ে খসড়া পাঠানোর সিদ্ধান্ত কি যুক্তিসংগত?”
তিনি আরও প্রশ্ন তোলেন, “সাংবিধানিক একটি প্রতিষ্ঠান কি জনগণের আন্দোলন-উত্থাপিত প্রত্যাশার প্রতি এমন উদাসীন থাকতে পারে? এই প্রতীক সংরক্ষণের মাধ্যমে কী কারও পক্ষ নেওয়া হচ্ছে?”
নিজের অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় মন্তব্য ঘরে তিনি পরিষ্কার করে লেখেন, “আমি উপদেষ্টা হিসেবে নয়, নাগরিক হিসেবে প্রশ্ন তুলেছি। নির্বাচন কমিশন সরাসরি সরকারের অধীন কোনো দপ্তর নয়। তাই নাগরিকের দায়িত্ববোধ থেকেই এ প্রশ্ন তোলা।”
প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত বিধিমালার খসড়া ইতোমধ্যে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই তালিকায় এমনকি সেই দলের প্রতীকও রয়েছে, যার রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে বলে জানা গেছে। এ বিষয়টি ঘিরেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ও প্রশ্ন উঠছে।