Logo
Logo
×

সংবাদ

মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যা: গ্রেপ্তার হলেন প্রধান অভিযুক্ত নান্নু কাজী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০২ এএম

মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যা: গ্রেপ্তার হলেন প্রধান অভিযুক্ত নান্নু কাজী

গ্রেপ্তার মো. নান্নু কাজী।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের একজন, মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে মামলার মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

গত বুধবার ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে ডেকে নিয়ে প্রথমে পেটানো হয়, পরে ইট-পাথরের আঘাতে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে বিবস্ত্র করে এবং তার ওপর লাফিয়ে নেমে আসে—ঘটনাটি পথচারীদের সামনেই ঘটে।

এই হত্যার ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) গত বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন