Logo
Logo
×

সংবাদ

ইরান থেকে আরও ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম

ইরান থেকে আরও ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ সোমবার (১৪ জুলাই) ভোরে তারা দেশে ফেরেন। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে সকালে জানান, ইরান থেকে ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্টরা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হলো। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত‌্যাবাসন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরা‌নো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন