Logo
Logo
×

সংবাদ

পল্লবীতে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

পল্লবীতে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাতে মিরপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তররা হলেন- মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) ও মো. রায়হান (২৮)।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তাকে কয়েক দফায় ফোনে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এরইমধ্যে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামে শীর্ষ সন্ত্রাসী। চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা। গুলিতে আহত হন ওই কোম্পানির এক কর্মকর্তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন