Logo
Logo
×

সংবাদ

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, কর্মবিরতিতে ইন্টার্নরা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, কর্মবিরতিতে ইন্টার্নরা

ছবি: সংগৃহীত

নিরাপত্তার দাবিতে ঢাকার মিটফোর্ড হাসপাতালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।

আজ রবিবার (১৩ জুলাই) হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) একদিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে। তাতে একাত্মতা ঘোষণা করে কর্ম বিরতিতে রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে, মাথা থেঁতলে হত্যা করা হয়। ৩২ বছর বয়সী সোহাগ মিটফোর্ড এলাকায় পুরোনো তার কেনাবেচার ব্যবসা করতেন। তার বাড়ি বরিশালে।

নৃশংস ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, নিরাপত্তা বাড়ানোসহ কিছু দাবি নিয়ে তারা শনিবার হাসপাতালের পরিচালকের কাছে গিয়েছিলেন। কিছু দাবি পূরণ হয়েছে, বাকি দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন তারা।

তিনি বলেন, ডিরেক্টর স্যার বলেছেন তিনি ব্যবস্থা নেবেন। সে হিসেবে আজ হাসপাতালের সামনের সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন। বাকি দাবি আদায়ে আমরা আজ কর্মবিরতি পালন করছি। আজ সন্ধ্যায় আমরা বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাব।

৮ দফা দাবি

  • আনসারকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন ডিউটির জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করতে হবে।
  • সশস্ত্র আনসার নিয়োগ দিতে হবে।
  • হাসপাতালের প্রত্যেক ফটকে আনসার মোতায়েন করতে হবে।
  • হাসপাতাল নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক নারী আনসার নিয়োগ দিতে হবে।
  • ইন্টার্ন লেডি ডক্টরস হোস্টেলে আনসার নিয়োগ দিতে হবে।
  • হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বর্তমান আনসার সম্পূর্ণ অপারগ। তাদেরকে থাযথভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে।
  • মিটফোর্ড হাসপাতালে জরুরি ভিত্তিতে পুলিশ বক্স স্থাপন করতে হবে।

নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি ২৩০ জন ইন্টার্ন চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে রোগীদের সেবা দেন। তারা জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মরত আছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন