রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। দোয়েল হল, ফরেন সার্ভিস একাডেমি।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে রাজনৈতিক দলগুলোকে নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার সূচনায় তিনি বলেন, প্রত্যেক পক্ষের মতামতই গুরুত্বপূর্ণ, তবে সংকট সমাধানে এক জায়গায় পৌঁছাতে না পারলে সংলাপের কোনো অর্থ থাকে না।
আলী রীয়াজ জানান, একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণের বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আজ রাষ্ট্রপতি নিয়োগ এমনভাবে হচ্ছে যে, একজন ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেন, আর একজন সম্মত হন। এটা অনেকটা রোমান কনসুল পদ্ধতির মতো, যেখানে সবকিছু কেন্দ্রীভূত হয় একজনের হাতে। গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরণের ব্যবস্থা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
তিনি বলেন, ১০০ শতাংশ নিজস্ব অবস্থান ধরে রাখলে আলোচনা এগোয় না। দলগুলোর উচিত নমনীয় হওয়া, নয়তো আলোচনা কেবল বক্তব্য বিনিময়েই সীমাবদ্ধ থেকে যাবে।
আলোচনায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।