Logo
Logo
×

সংবাদ

কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে না: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম

কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে না: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। কমিশনের সভায় ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন কমিশনের ৯ম কমিশন সভা শেষে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীরা ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন। পাশাপাশি অনলাইন প্লাটফর্মে ব্যালটের জন্য আবেদন করা যাবে। এরইমধ্যে বাড়ি-বাড়ি হালনাগাদে ৪৪ লাখ ৬৬ হাজারের মতো বাদ পড়া ভোটার পাওয়া গেছে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে। সেই তালিকায় বাদ পড়া ভোটাররা অন্তর্ভুক্ত হবেন।

‎তিনি আরও বলেন, নাগরিক ঐক্য ও এনসিপি চাইলেও নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত করা হয়নি। এ সময় প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন