কারা হেফাজতে নিহত বিএনপি নেতার মেয়ের জিপিএ-৫ অর্জন, তারেক রহমানের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত
কারা হেফাজতে মৃত্যু হওয়া বিএনপি’র ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এই সাফল্যের দিনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রাইসার সাফল্যের খবর শুনেই তারেক রহমান তাকে অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা রাইসার বাসায় প্রতিনিধি দল পাঠান।
প্রতিনিধি দলটি রাইসাকে তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার হস্তান্তর করেন এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য কামনা করেন।