Logo
Logo
×

সংবাদ

পুলিশের ১৬ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

পুলিশের ১৬ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া সারদা পুলিশের অতিরিক্ত ডিআইজিফয়সাল মাহমুদকে সিলেট রেঞ্জে, ঢাকার এন্টিটেরিরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আশরাফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদকে এপিবিএন সদরদপ্তরে, এসবির অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে টিডিএস-এ, হাইওয়ে পুলিশের এসপি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জে বদলি, এসপি মর্যাদার কমান্ড্যান্ট সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমকে ট্যুরিস্ট পুলিশের এসপি, ট্যুরিষ্ট পুলিশের এসপি খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ অধিদপ্তরের এআইজি, নোয়াখালী পিটিসির এসপি মীর আবু তৌহিদকে ডিআইডির পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশের এসপি মিজানুর রহমানকে এপিবিএন-এর এসপি, কুষ্টিয়ার ইনসার্বিস ট্রেনিংয়ের কমাড্যান্ট সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশের এসপি, এন্টিটেরিরিজম ইউনিটের এসপি কাজী মো. আবদুর রহীমকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে বদলি, ডিআইডির পুলিশ সুপার আবদুল্লাহ আল ইয়াছিনকে বরিশালের ইনসার্ভিস ট্রেনিংয়ের কমান্ডেন্ট হিসেবে এবং সুপারনিউমারি পুলিশ সুপার সিলেট এসএমপির আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন