সৌদি যুবরাজ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে মধ্যপ্রাচ্যের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জেদ্দার আল-সালাম প্রাসাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই বৈঠক দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এছাড়া, মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি মোকাবেলার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে যুবরাজ মোহাম্মদ এবং আরাঘচি সৌদি-ইরান সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং অঞ্চলজুড়ে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে মতবিনিময় করেন।
যুবরাজ মোহাম্মদ আশা প্রকাশ করেন যে, ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে অস্ত্রবিরতির চুক্তি রয়েছে, তা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি বলেন, সৌদি আরব সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষে এবং আঞ্চলিক বিরোধ নিরসনে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ।
আরাঘচি সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি যুবরাজ মোহাম্মদের ব্যক্তিগতভাবে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রশংসা করেন।
এই বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আবদুলআজিজ, পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান মক্কায় তার ইরানি সমকক্ষকে স্বাগত জানান। সেখানে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিভিন্ন পথ খুঁজে দেখেন।
তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও পারস্পরিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা।