আমি নিজেই এখনো নির্বাচনের তারিখ জানি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমি নিজেও এখনো আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানি না।
আজ মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএলইডি) আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এক কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরএফইডি সভাপতি কাজী মীর্জা উদ্দিন (জেবেল)।
সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কতবার বলব? আজ সকালে এ বিষয়ে কথা বলেছি। আসল কথা হচ্ছে—এই মুহূর্তে আমার নিজেরই তারিখ জানা নেই।
সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানের তারিখ ভোটগ্রহণের দুই মাস আগে জানিয়ে দেওয়া হবে। আরেকটু ধৈর্য ধরুন... অপেক্ষা করুন... যথা সময়ে জানতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ।