চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে জলকামান-সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেডের পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই পদযাত্রা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে তাঁদের সরাতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা; পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
এক পুলিশ কর্মকর্তা বলেন, তাদের বারবার সরে যেতে বলা হলেও তারা সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করে আসছিল। পরে বাধ্য হয়ে তাদের সরিয়ে দিতে এবং সড়ক চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম দুপুরে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, যে যার মত চলে গেছে। যান চলাচল স্বাভাবিক।এ পর্যন্ত ১৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।