Logo
Logo
×

সংবাদ

নির্বাচনী পরিবেশ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

নির্বাচনী পরিবেশ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনী পরিবেশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন, দলীয় যাঁরা প্রার্থী আছেন, তাঁদের ওপরও নির্ভর করে পরিবেশ।

আজ রবিবার দুপুরে উত্তরার শিল্প পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনসিপি ও জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা বিভিন্ন সমাবেশে বলছেন, বর্তমানে মব ও অন্যান্য বিষয়ের কারণে আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনে যাঁরা কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাঁদের, নির্বাচন কমিশন এবং যাঁরা দলীয় প্রার্থী রয়েছেন, তাঁদের ওপর নির্বাচনী পরিবেশ নির্ভর করে। 

তিনি বলেন, ইলেকশন কমিশন পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার প্রশাসন থেকে আসে। আমরা হলো, আইনশৃঙ্খলাটা দেখি। মেইন পার্টি হলো, যারা ইলেকশনটা করতেছে। ইলেকশনের জন্য বেশি প্রস্তুতি দরকার, যারা ইলেকশন করবে, তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনীতিতে অনেকে অনেক কথা বলে। এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। তাদের প্রশ্নের উত্তর আমি দেব না। আমি আমার প্রস্তুতি নিচ্ছি। এখনো পাঁচ-ছয় মাসের মতো সময় আছে। আমি আমার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আমার মনে হয়, ইলেকশনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোনো অসুবিধা হবে না।

দেশের বিভিন্ন জায়গায় মবের মতো ঘটনা ঘটছে এবং সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এসব রোধে করণীয় বিষয় সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের থেকে সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়েছে। যার কারণে কোথায় কী ঘটছে, সাথে সাথেই রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও সংবাদটা পাওয়া যেত না।’

তিনি বলেন, ‘মব কিছুটা কমে এসেছিল। কিন্তু দুই-তিন দিন আগে কুমিল্লা, চিটাগাং, লালমনিরহাট, ফরিদপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলো যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য প্রপার অ্যাকশন নিচ্ছি। এগুলোর সঙ্গে যারা যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন