Logo
Logo
×

সংবাদ

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। আজ রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা না গেলেও পুলিশ ও ডিএনসিসি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়, তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মরত অবস্থায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনকে চাপা দেয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন