‘পিআর পদ্ধতিতে নির্বাচন হবে’ প্রধান উপদেষ্টাকে জড়িয়ে প্রচারিত তথ্যটি মিথ্যা: প্রেস উইং

ইউএনবি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে—এমন প্রচারিত তথ্যটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার (৫ জুলাই) এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি কিছু সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট একটি ভুয়া ফটো কার্ড প্রচার করেছে। এতে দাবি করা হয়েছে যে, প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে।
প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা এমন কোনো বিবৃতি দেয়নি। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য তার নাম ব্যবহার করা হয়েছে।
এটি আরও বলেছে, যদিও ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা চলতে, তবে এটি প্রয়োগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
এর আগে, ২৬ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি স্পষ্ট করে বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের তারিখ বা ভোটদান পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পিআর ব্যবস্থা প্রয়োগের বিষয়ে কোনো উল্লেখ করেননি।