Logo
Logo
×

সংবাদ

রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম

রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

নিখোঁজ মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। 

আজ শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগীর পরিবার।

জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফেরেননি।

সবশেষ শনিবার দুপুর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও মুশফিকুরের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান।

খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মুশফিকুর রহমান নামাজের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি যে মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন