Logo
Logo
×

সংবাদ

'মুসলিম লীগের মতোই বিলুপ্ত হবে আওয়ামী লীগ'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

'মুসলিম লীগের মতোই বিলুপ্ত হবে আওয়ামী লীগ'

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ভূরাজনীতি, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। সন্ত্রাসী কার্যক্রম এবং জনগণের বিপক্ষে যাওয়ায় মুসলিম লীগের রাজনীতি ১৯৫৪ সালে বিলুপ্ত হয়। ঠিক একই কারণে আওয়ামী লীগের রাজনীতিও বিলুপ্ত হয়ে যাবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার ও দ্রুত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আওয়ামী লীগের শাসনামলে বিতর্কিত তিন নির্বাচনের প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান রিপন বলেন, ২০১৮ সালে রাতের ভোট আয়োজনে যারা সহযোগিতা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। ২০১৪ ও ২০১৮ সালের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে সচিবালয়ের যেসব কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার কাজ করেন, তাদের চাকরিচ্যুত করে বিচার করতে হবে। শুধু সাবেক সিইসি নুরুল হুদা ও হাবিবুল আউয়ালকে ধরলেই হবে না, বাকি জড়িতদেরও গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, ভারতের আধিপত্য টিকিয়ে রাখার জন্য ওয়ান ইলাভেনের মাধ্যমে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। এখন দরকার নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র ফিরিয়ে আনা। যাঁরা সংসদ সদস্য হবেন, তাঁরা যেন নিজেকে মোগল সম্রাট না ভাবেন, সেই সংস্কার করা এখন জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সরকারের পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। সেই ব্যবস্থা ও সংস্কার করা আমাদের দরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন