Logo
Logo
×

সংবাদ

বেশির ভাগ দল আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম

বেশির ভাগ দল আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত

রাজনৈতিক দলগুলো আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে তারা।

আজকের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে কমিশন যে আইনের প্রস্তাব করেছে সে বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে ক্ষমা প্রদর্শনের জন‍্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট যে বোর্ডের প্রস্তাব করা হয়েছিল, তার বিষয়ে সকলে একমত হতে পারেনি। 

প্রস্তাব এসেছে দলগুলোর কাছ থেকে পরের নির্বাচিত সংসদ এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

এদিকে রাজধানীর বাইরে সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একমত হয়েছে। জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো চারটি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি আট বিভাগে করার পক্ষে বলে। 

তবে বিএনপি বলেছে, স্থায়ী বেঞ্চ না করে বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপনের জন‍্য। দলগুলো বিষয়টি নিয়ে এখনো ঐকমত্যে আসেনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন