
আরও ৪৫ দিন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচনের (২০২৫-২৬ ও ২০২৬-২৭) সময় বৃদ্ধি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সময়সীমা অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড নির্বাচন আয়োজনের পুনঃতফসিল শিগগিরই ঘোষণা করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে।’
এর আগে গত ১৮ জুন এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ সেপ্টেম্বর।
নির্বাচনের সময় বাড়ানোর পেছনে বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি কারণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সদস্য সংগঠনগুলোর তথ্য যাচাই-বাছাই, নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ ও প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তা।