Logo
Logo
×

সংবাদ

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক লেনদেন ও শেয়ার বাজারের কার্যক্রম

Icon

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক লেনদেন ও শেয়ার বাজারের কার্যক্রম

ব্যাংক ছুটির কারণে মঙ্গলবার (১ জুলাই) দেশের দুটি স্টক এক্সচেঞ্জসহ সকল ব্যাংকিং লেনদেন এবং ট্রেডিং কার্যক্রম স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি থাকে। এই ছুটি মূলত বার্ষিক আর্থিক হিসাব সম্পন্ন ও চূড়ান্ত করার উদ্দেশ্যে পালন করা হয়।

এই দুটি তারিখে- অর্থবছরের শুরু এবং ক্যালেন্ডার বছরের শেষ। সারা দেশের তফসিলি ব্যাংকগুলো গ্রাহক-সম্পর্কিত সমস্ত লেনদেন স্থগিত করে। তবে ব্যাংকের প্রধঅন কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলোতে অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ছুটির সময় কোনো লেনদেন বা গ্রাহকের সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে না। যদিও এটিএম থেকে টাকা তোলার মতো সীমিত পরিষেবা চালু থাকবে।

ব্যাংকিং লেনদেনের উপর স্টক ট্রেডিং নির্ভরতার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মঙ্গলবার লেনদেন স্থগিত থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন