Logo
Logo
×

সংবাদ

পুরনো ভারতীয় ভিডিও ব্যবহার করে আ. লীগ সমর্থকরা মিথ্যা প্রচার চালাচ্ছে: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০২:৩১ পিএম

পুরনো ভারতীয় ভিডিও ব্যবহার করে আ. লীগ সমর্থকরা মিথ্যা প্রচার চালাচ্ছে: প্রেস উইং

ছবি: সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুক পেজ

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, একটি পুরনো ভারতীয় ভিডিও ব্যবহার করে কিছু আওয়ামী লীগ সমর্থক মিথ্যা প্রচার চালাচ্ছে। তারা দাবি করছে, এটি ‘জুলাই গ্যাং কালচার’-এর উদাহরণ, অথচ বাস্তবতা ভিন্ন।

রবিবার রাতে প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘CA প্রেস উইং ফ্যাক্টস’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দুই কিশোর দলের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বাংলাদেশের ঘটনা, অথচ এটি আসলে পুরনো এবং ভারতের কেরালায় ঘটে যাওয়া একটি মারামারির দৃশ্য।

ওই ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা একে অপরকে চড়, থাপ্পড় ও লাথি মারছে।

প্রেস উইংয়ের দাবি অনুযায়ী, ভারতের একাধিক সংবাদমাধ্যমে এই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ‘ডিবিসি হিন্দি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ভিডিওটি প্রকাশ করে। সেখানে লেখা ছিল, “কেরালার ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ভিডিও ভাইরাল।”

ভিডিওটির বিবরণেও স্পষ্টভাবে বলা হয়— এটি ভারতের কেরালার ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা।

প্রেস উইং জানিয়েছে, ভিডিওটি নতুন কিছু নয়, এটি ২০২৩ সালের পুরনো ফুটেজ। একই ভিডিও ভারতের ইংরেজি সংবাদমাধ্যম ‘টাইমস নাও’-এর ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। শিরোনামে বলা হয়, “কেরালার রাস্তায় শিক্ষার্থীদের ভয়ানক সংঘর্ষের ভিডিও ভাইরাল।”

টাইমস নাও’র প্রতিবেদন অনুযায়ী, কেরালার কোনো এক রাস্তায় দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ২০ জন ছাত্র যুক্ত ছিল এবং দুজন গুরুতর আহত হয়।

তবে ভিডিওতে যেই ঘটনাটি দেখা যায়, তা বাংলাদেশে ঘটেনি— এ তথ্য একাধিক উৎস থেকে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কোনো ছাত্র সহিংসতার সঙ্গে এই ভিডিওর সম্পর্ক নেই। অথচ সেটিকে 'জুলাই গ্যাং কালচার' নামে পরিচিতি দেওয়ার চেষ্টা হচ্ছে, যা বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন