প্লেনে উঠার সময় উপদেষ্টা আসিফের ক্যারিঅনে মিলল গুলিসহ ম্যাগজিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনে উঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা একটি ক্যারিঅন থেকে একটি গুলিসহ ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বিমানবন্দরে সর্বশেষ যাত্রী তল্লাশির সময় বোডিং ব্রিজের আগে যাত্রী আসিফ মাহমুদের কাছে থাকা লাগেজ থেকে এ গুলিসহ ম্যাগজিন শনাক্ত করেন নিরাপত্তা কর্মীরা।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বাংলা আউটলুককে বলেন, 'ম্যাগজিনে কয়টা গুলি ছিল বা এটা কোন ধরনের অস্ত্রের গুলি সেটা আমাদের জানা সম্ভব হয়নি। তিনি নিরাপত্তা কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং গুলিসহ ম্যাগজিন তার প্রটোকলে অফিসারের কাছে দিয়ে দেন।'
এ ম্যাগজিনের বৈধতা রয়েছে বলেই জানতে পেরেছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়নি। তবে বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত আম পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা পরবর্তীতে জানতে পেরেছেন।
বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, আসিফ মাহমুদ তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন। সেখানে মারাক্কেশ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২৫ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়ছিলেন তিনি। তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৭টায় ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও), বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন (এআইপি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগজিন বহন নিষিদ্ধ।
তবে লকড প্যাকেজে ও প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক-ইন লাগেজে গুলি ও ম্যাগজিন নেওয়া যায়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ আরও জানান, ঘোষণা না দিয়ে কোনো অস্ত্র বহন করা চেকিং লাগেজেও সম্ভব নয়।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি কিছুই জানেন না। তিনি বলেন, বিমানবন্দর থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা থানায় কোনো কিছু জানাননি।
পরে পুলিশ জানায়, সকাল ৬:৩০ ঘটিকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK-713 যোগে ইস্তাম্বুল হয়ে মরক্কো যাওয়ার সময় ০৯ নং বোর্ডিং ব্রিজে আইএনএস গেটে ফাইনাল চেকে তার সাথে থাকা হ্যান্ড লাগেজ স্ক্যানিংয়ে একটি লোডেড (গুলির সংখ্যা অজানা) ম্যাগাজিন পাওয়া যায়। অতঃপর মাননীয় উপদেষ্টার সাথে থাকা ম্যাগাজিনটি নিয়ে তার একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবুল হাসান বিমানবন্দর ত্যাগ করেন।
পুলিশ আরও জানায়, জানা যায়, তিনি ভুলক্রমে লোডেড ম্যাগজিনটি বিমানবন্দরে নিয়ে আসেন। উল্লেখ্য, তিনি ম্যাগজিনের সাথে কোনো অস্ত্র বহন করেননি। বোর্ডিং ব্রিজে ক্যাবের নোট খাতায় কোনো নোট রাখা হয়নি। পরিশেষে মাননীয় উপদেষ্টা নির্দিষ্ট ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সন্ধ্যার পরে চেকিংয়ের সেই ভিডিওটি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
নিজস্ব গানম্যান থাকা সত্ত্বেও কেন, কীভাবে এবং কখন অস্ত্রটি সংগ্রহ করেছেন তা নিয়ে ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।