১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২:৫৬ পিএম
আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। আজ রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল আলম জানান, ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২৫ জুন অন্তবর্তীকালীন সরকার গঠনের দিন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছিল সরকার। এ ছাড়া ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নিহতের দিনটি ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে পৃথক পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।