Logo
Logo
×

সংবাদ

সকাল সাড়ে ৮টা থেকেই এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

সকাল সাড়ে ৮টা থেকেই এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে

যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রের আশপাশের যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধু পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ অনুরোধ করা হলো।

তবে পরীক্ষার কক্ষে প্রবেশের নিয়মসহ অন্যান্য পূর্বনির্ধারিত নির্দেশনা বহাল থাকবে।

এ বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোর কাছে পাঠানো হয়েছে।

সারা দেশে একযোগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন