Logo
Logo
×

সংবাদ

সংকট সমাধানে বৈঠকে যোগ দিতে প্রস্তুত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

সংকট সমাধানে বৈঠকে যোগ দিতে প্রস্তুত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে আগামী মঙ্গলবারের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। আজ শনিবার রাজস্ব ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রিকাবদার। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসতে চাই, মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে প্রস্তুত।’

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে আজ (শনিবার) পূর্বঘোষিত পূর্ণ কর্মবিরতি এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদ সভাপতির অভিযোগ, সরকার এনবিআরের সংস্কার শুরুর প্রতিশ্রুতি দিলেও চেয়ারম্যান প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছেন।

তবে এখনো বৈঠকের জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে এনবিআরের ১৬ জন সদস্য অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছেন।’

ঐক্য পরিষদ নেতা ও অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনায় অংশ নিতে আমরা ইতিবাচক আছি। তবে আমন্ত্রণটি সঠিক চ্যানেলের মাধ্যমেই আসতে হবে।’

আজ এনবিআর ভবনে ঢুকতে গেলে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন ঐক্য পরিষদের নেতারা। আইনশৃঙ্খলা বাহিনীকে সেখানে সতর্ক অবস্থানে দেখা যায়।

প্রশাসনিক অনিয়ম, কর্মকর্তাদের হুমকি ও সংস্কারবিরোধী কার্যকলাপে এনবিআর চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ এনে তার অপসারণ ও কাঠামোগত সংস্কারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এ মাসের শুরু থেকে আন্দোলনরত কর্মকর্তারা কর, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোতে কর্মবিরতি, অনশন ও মানববন্ধন করে আসছেন, যার ফলে এসব সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত ১২ মে সরকারের এক অধ্যাদেশ জারির পর এই আন্দোলন শুরু হয়, যার মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিনির্ধারণ বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন