Logo
Logo
×

সংবাদ

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

ছবি: সংগৃহীত

জুলাইর প্রথম সপ্তাহে বর্ধিত সাপ্তাহিক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। শুক্র, শনির সঙ্গে আশুরার সরকারি ছুটি যোগ হয়ে টানা তিন দিন ছুটির সুযোগ পাবেন তারা।

আগামী ৬ জুলাই রবিবার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের দুই দিন, অর্থাৎ ৪ জুলাই শুক্রবার ও ৫ জুলাই শনিবার সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি। 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।  

যার ফলে, আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র মহরমের মাস। সে অনুযায়ী, ৬ জুলাই পবিত্র আশুরা পালন করা হবে।

গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররমের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন