Logo
Logo
×

সংবাদ

বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৬:০৯ পিএম

বেবিচক চেয়ারম্যানকে  প্রত্যাহার

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

২০২৩ সালের ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মঞ্জুর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি কক্সবাজারে তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় অংশ নিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন