Logo
Logo
×

সংবাদ

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৪১ পিএম

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে লে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন