Logo
Logo
×

সংবাদ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:২২ পিএম

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৮। আজ মঙ্গলবার (২৪ জুন) বিজিবির সিলেট-৪৮ অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে ১৯ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাতজন শিশুও রয়েছে। তারা বাংলাদেশের কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি।

এদিকে, সুনামগঞ্জের নোয়াকোট বিওপির বাগানবাড়ি নামক জায়গা থেকে ২০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও ছয়জন শিশু রয়েছে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন