Logo
Logo
×

সংবাদ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা, ট্রাইব্যুনালে প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৫২ পিএম

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা, ট্রাইব্যুনালে প্রতিবেদন আজ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার (২৪ জুন) এই মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। একই সঙ্গে এই মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

এদিকে, আজ সকালে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন