কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলা
দোহাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট পথ পরিবর্তন করে নামল মাস্কাটে

ছবি: সংগৃহীত
কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালিয়েছে। আর এই হামলার কারণে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে পথ পরিবর্তন করতে হয়েছে। ফ্লাইটটি দোহায় না গিয়ে ওমানের রাজধানী মাস্কাটে নেমেছে।
সোমবার (২৩ জুন) দিবাগত রাতে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, বিমানের দোহাগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে পথ পরিবর্তন করে মাস্কাটে নেমেছে। সেখান থেকে রিফুয়েলিং করে আবার ঢাকায় ফিরবে।
এছাড়া রাত দেড়টায় বিমানের আরেকটি ফ্লাইট আছে দোহা হয়ে জেদ্দার। সেই ফ্লাইটটি দোহায় না থেমে সরাসরি জেদ্দা যাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার সময় দোহায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি।